বিশুদ্ধ পরিবেশ গড়বো, পৃথিবী সবুজে সাজাবো এই স্লোগানে সবুজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রামে লক্ষাধিক খেজুর বীজ রোপণের লক্ষ্যে খেজুর বীজ রোপণের উদ্বোধন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। অধিক পরিমাণে বৃক্ষ রোপণ ও তার রক্ষণাবেক্ষণ করার মাধ্যমে বনাঞ্চল সৃষ্টি করা এখন সময়ের দাবি। এরই ধারাবাহিকতায় সবুজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০ টায় কুড়িগ্রাম রেলস্টেশন ও স্টেশন সংলগ্ন বিভিন্ন রাস্তায় খেজুর বীজ রোপণের উদ্বোধন করেন কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোঃ বাবলু মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে বিশ্বাস কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার মোঃ রুবেল হোসেন, সবুজ সেবা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান মন্ডল তারা, বিডি ক্লিন কুড়িগ্রাম জেলা সমন্বয়ক তারেক খান মজলিস তারা, কুড়িগ্রাম ইয়্যুথ ফাউন্ডেশনের মোঃ মিনহাজুল ইসলাম, রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মন্ডল (এটম), কুড়িগ্রাম জেলা গণ কমিটির সদস্য-সচিব শামসুজ্জামান সরকার সুজা, টিম কুড়িগ্রাম এক্সপ্রেস এর এডমিন মাহমুদুন্নবী তুষার, বায়েজিদ, সবুজ সেবা ফাউন্ডেশন কুড়িগ্রামের শরিফুল ইসলাম, খায়রুল ইসলাম, ফিরোজ আহমেদ, হিরন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামাল হোসেন প্রমূখ।