কয়রায় জেলি পুশকৃত বাগদা চিংড়ি জব্দ

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২৮ জুন, ২০২৫, ০৬:৫৬ পিএম
কয়রায় জেলি পুশকৃত বাগদা চিংড়ি জব্দ

কয়রায় যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ৬০ কেজি জেলি পুশ করা বাগদা চিংড়ি জব্দ করেছে। এ সময় ঘটনাস্থল থেকে তাসমিয়া (৩৭) নামের এক নারীকে হাতেনাতে আটক করে। শনিবার (২৮ জুন) সকাল ৮ টার দিকে মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই পুশকৃত বাগদা চিংড়ি সহ ঐ নারীকে আটক করা হয় । পরে ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঐ নারীর নিকট হতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় কয়রা থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে