হিজলায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও সভা

এফএনএস (মোঃ নুরনবী; হিজলা, বরিশাল) : | প্রকাশ: ২৮ জুন, ২০২৫, ০৭:০৩ পিএম
হিজলায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও সভা

বরিশালের হিজলায় সূধী  সমাবেশ ও মত বিনিময় সেবা করেছেন পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন। হিজলা থানা অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলামের সভাপতিত্বে ২৮ জুন সকাল ১০ ঘটিকায় হিজলা থানার হলরুমে এ সমাবেশ  অনুষ্ঠিত হয়।  সমাবেশে উপস্থিত ছিলেন, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, শিক্ষক,  সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।  মত বিনিময় সভায় স্থান পায়,  মাদক, ইভটিজিং, চাঁদাবাজি, ভূমিদস্যু, অবৈধ বালু উত্তোলন, অবৈধ ইটভাটা, অনলাইনে জুয়া, সোশ্যাল মিডিয়ায় ফেক আইডি ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রকাশ করা এবং ভূমিদস্যু ইউপি সদস্য ঝন্টু বেপারী। বক্তাগণ উল্লেখিত বিষয়ের উপর ব্যাপক আলোচনা করেন এর থেকে পরিত্রাণের জন্য পুলিশ সুপারকে পদক্ষেপ গ্রহণের   অনুরোধ করেন। পুলিশ সুপার মহোদয় সকলের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং পুলিশের উপর আস্থা ও বিশ্বাস রেখে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলাসহ পরিবারের সন্তান, ভাই অন্যান্য সকল সদস্যদের প্রতি খেয়াল রাখার কথা বলেন। উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি মোহাম্মদ আলাউদ্দিন,  পুলিশ সুপার বান্না, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বক্তব্য প্রদান করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক নুরুল আমিন,   জামায়াত নেতা শাহানশাহ চৌধুরী শামু, বিএনপি নেতা অ্যাডভোকেট দেওয়ান মনির হোসেন, জেলা উত্তর বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার,  কাসে মুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা সালাউদ্দিন আহমেদ, খুন্না বন্দর পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ গোলাম রব্বানী, বড়জালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সম হুমায়ুন কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, ছাত্রদলের আহ্বায়ক মহসিন সিকদার।

আপনার জেলার সংবাদ পড়তে