চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট কর্তৃক আয়োজিত ফ্রিজ-কাপ মিনি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন ২০২৫) বিকেলে ষাটনল পর্যটন কেন্দ্র মাঠে ফুটবল খেলার উদ্বোধন করেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু।
বিএনপি নেতা মোঃ কামরুজ্জামান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আজহারুল হক মুকুল, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল, সদস্য মোঃ শফিকুল ইসলাম, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন সরকার। ফিরোজ শাহ একাদশকে টাইব্রেকারে হারিয়ে জোরখালী একাদশ চ্যাম্পিয়ন হয়।
বশির আহমেদ খান বলেন, জনগণের ভোটে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে দেশের প্রতিটি ওয়ার্ডে, মহল্লায়, থানায়, উপজেলা পর্যায়ের সব খেলার মাঠ সংস্কার করা হবে।
তিনি আরও বলেছেন, খেলার জন্য উপযোগী করে গড়ে তোলা হবে। যাতে বাবা-মা তার ছেলে মেয়েকে নিয়ে খেলাধুলার জন্য মাঠে যেতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন পরিকল্পনা রয়েছে।
সম্মানিত অতিথি ছিলেন, সাংবাদিক মোঃ শাহিন আলম, সমাজ সেবক মোঃ নান্নু মিয়া, মোঃ জহিরুল ইসলাম, মোঃ আক্তার হোসেন তাঁতী, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, মোঃ মনির হোসেন সরকার, মোঃ মনির হোসেন মেম্বার, মোঃ ছমির আলী, মোঃ আব্দুল মজিদ, মোঃ জামাল মিয়াজী, মোঃ দবির প্রধান, মোঃ মোসলেম প্রধান।
আয়োজকবৃন্দরা হলো- মোঃ রনি হোসেন, মোঃ ইমরান তাঁতী, মোঃ রাজিব রাজু, মোঃ কবির প্রধান, মোঃ শরীফ তাঁতী, মোঃ আল-আমিন, মোঃ রাজন বেপারী। খেলা পরিচালনায় করেন- হৃদয়, মিরাজ, লিটন, শুভ, সিয়াম, মাশরাফি, রিফাত, জিহাদ।