হাজারীবাগে পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৯ জুন, ২০২৫, ১২:৪৫ পিএম
হাজারীবাগে পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

রাজধানীর হাজারীবাগে পানির ট্যাংক পরিষ্কারের সময় ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের তিনজনসহ চারজন দগ্ধ হয়েছেন। জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আহতদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে একজনের অবস্থা কিছুটা গুরুতর হলেও বাকিদের শঙ্কামুক্ত রাখা হয়েছে।

শনিবার (২৮ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর হাজারীবাগ থানার ট্যানারি মোড় এলাকার ৫১/এ নম্বর একটি বাসায় এই ঘটনা ঘটে।

দগ্ধদের পরিচয় সম্পর্কে বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী জানা গেছে—

১. মোহাম্মদ জিয়াউর রহমান (বয়স বিভিন্ন রিপোর্টে ৪২, ৪৫ বলা হয়েছে), ওই বাড়ির মালিক ও চামড়া ব্যবসায়ী। তার শরীরের ৩ থেকে ৪ শতাংশ দগ্ধ হয়েছে।

২. তার মেয়ে নাজিয়া সুলতানা রাফিয়া (৮), যিনি ৬ থেকে ৭ শতাংশ দগ্ধ হয়েছেন।

৩. তার আরেক মেয়ে ফারিয়া সুলতানা (৩ থেকে ৪ বছর বয়স), যিনি ৩ থেকে ৫ শতাংশ দগ্ধ হয়েছেন।

৪. দিনমজুর বেলাল হোসেন (বয়স বিভিন্ন রিপোর্টে ২৮ থেকে ৩৬ বলা হয়েছে), যার শরীরের ১৭ শতাংশ দগ্ধ হয়েছে এবং তার অবস্থা তুলনামূলকভাবে গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের চিকিৎসা অব্যাহত রয়েছে। বেলালের দগ্ধের হার সবচেয়ে বেশি হলেও আপাতত কেউই আশঙ্কাজনক অবস্থায় নেই।

বাড়ির মালিকের ভাগনে সাকরান হোসেন এবং এস এম শাহপরান গণমাধ্যমকে জানান, দিনমজুর বেলাল হোসেন ওই বাসার পানির ট্যাংক পরিষ্কার করছিলেন। এ সময় জিয়াউর রহমান দুই মেয়েকে নিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে ছিলেন। ট্যাংকের ভেতর অন্ধকার থাকায় জিয়াউর রহমান আলো দেখাতে এগিয়ে গেলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সবাই দগ্ধ হন।

স্থানীয়রা জানান, পানির ট্যাংকের ভেতরে গ্যাস জমে ছিল। সম্ভবত কোনো সূত্র থেকে আগুনের স্পর্শ পেয়ে বিস্ফোরণ ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে রাত পৌনে ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধদের অবস্থা পর্যবেক্ষণে রাখার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে