রাজশাহী মহানগরীতে প্রেমিকের সামনে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক কলেজছাত্রী প্রেমিকা। রোববার (২৯ জুন) সকাল ৮টার দিকে রাজশাহী নগরীর কেন্দ্রীয় ঈদগাহর পশ্চিম পাশে পুলিশ অফিস সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। পুকুরে থাকা কয়েকজন ব্যক্তি তাৎক্ষণিকভাবে তরুণীকে উদ্ধার করেন। পরে তরুণী ও তার প্রেমিক জানান, তাদের মধ্যে বিরোধের জেরেই ওই তরুণী প্রেমিকা আত্মহত্যার চেষ্টা করেছিলেন। প্রেমিকার বাড়ি রংপুরে এবং তিনি একটি মহিলা কলেজের ছাত্রী। প্রেমিক তরুণের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলায়। তিনি রাজশাহী কলেজের শিক্ষার্থী। রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, দুইজনকেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। অভিভাবকরা এলেই তাদের জিম্মায় দুইজনকে ছেড়ে দেওয়া হবে।