ভারতের সঙ্গে সম্পর্ক হবে স্বার্থ ও সম্মানের ভিত্তিতে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৯ জুন, ২০২৫, ০৫:৪০ পিএম
ভারতের সঙ্গে সম্পর্ক হবে স্বার্থ ও সম্মানের ভিত্তিতে: আমীর খসরু

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ও কূটনৈতিক সম্পর্ক ঘিরে নানা আলোচনার মধ্যে ভারতের সঙ্গে সম্পর্ক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং নির্বাচন না হওয়ার কোনো আলামত দেখা যাচ্ছে না।

রোববার (২৯ জুন) ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার অজিত সিংয়ের সঙ্গে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু এসব কথা বলেন। এসময় বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আমীর খসরু বলেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক যেন পারস্পরিক স্বার্থ এবং সম্মানের ভিত্তিতে পরিচালিত হয়, সেটিই বিএনপির অবস্থান। পাশাপাশি তিনি উল্লেখ করেন, আগামী নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই বলেই তিনি মনে করেন।

বৈঠকে কানাডিয়ান হাই কমিশনার বাংলাদেশের কৃষি, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য এবং শিক্ষাখাতে সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। এছাড়া বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনকেও সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মুরাদনগরে ঘটে যাওয়া একটি ধর্ষণকাণ্ড প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, এমন ঘটনা সমাধান না করে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। তিনি অভিযোগ করেন, নির্বাচনে সুবিধা পেতে একটি পক্ষ এসব ইস্যু রাজনীতিকরণের চেষ্টা করছে এবং এ ধরনের প্রচেষ্টা দুঃখজনক। প্রশাসনকে এ বিষয়ে আরও কঠোর হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মিথ্যাচারের মাধ্যমে জনগণের দৃষ্টি অন্য দিকে ফেরানোর চেষ্টা ব্যর্থ হবে উল্লেখ করে আমীর খসরু বলেন, যারা মিথ্যা প্রচার চালাচ্ছে, তারা তাতে কোনো বড় ধরনের লাভবান হবে না। দ্বিমত থাকলেও সকল ইস্যু নিয়ে এগিয়ে যেতে হবে, এমন মনোভাবের কথাও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে