ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্রাবিত

এফএনএস (মোঃ সিদ্দিকুল ইসলাম সিদ্দিক; চিলমারী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৫, ০৫:৪১ পিএম
ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্রাবিত

কুড়িগ্রামের চিলমারীতে ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ও কয়েকদিনের বর্ষনে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে পাট ক্ষেত, মরিচের ক্ষেত, আষাঢ়ী চিনা ও তীল ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় কৃষক দিশেহারা হয়ে পড়েছে। থানাহাট ইউনিয়নের রাজারভিটা’র মাঝস্থল, পুটিমারী কাজলডাঙ্গা, রানীগঞ্জ ইউনিয়নের সুতারমারি কাঁচকোল, নয়ারহাট ইউনিয়নের বজরা দিয়ারখাতা, ফেইচকা, চিলমারী ইউনিয়নের মনতলা ও কড়াই বরিশাল এলাকার পাট ক্ষেতসহ অন্যান্য ফসলের ক্ষেত পানির নীচে তলিয়ে যায়। এসব এলাকার প্রায় ৫০টি বাড়ি ঘর পানিতে প্লাবিত। ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী তীরবর্তী বাসিন্দারা বাড়ি ঘর তলিয়ে যাওয়ার আশংকায় উৎকণ্ঠায় দিনাতিপাত করছে। পাউবো জানায়, চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদে গত ১২ ঘন্টায় ১৫ সে.মি পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমা ছুঁই ছুঁই করছে।

আপনার জেলার সংবাদ পড়তে