বিরলে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে মারপিট, আহত ২

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৫, ০৫:৪৬ পিএম
বিরলে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে মারপিট, আহত ২

বিরলে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে মারপিটে আহত হয়েছে ২ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আহতরা জানায়, উপজেলার বিজোড়া ইউনিয়নের রসুলশাহাপুর গ্রামের মৃত আব্দুল জব্বার এর ছেলে রিয়াজ উদ্দিন (৪৫), মোজাহার আলী (৪২), রিয়াজ উদ্দিনের ছেলে লাবু (২২), জামাই সাবুল (৩৮)সহ তাদের সঙ্গীয় লোকজন পটল ক্ষেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে একই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে সাইফুল (৪২) কে বেধড়ক মারপিট করে। মারপিটের ফলে আত্মচিৎকার শুনতে পেয়ে সাইফুল ইসলাম এর ছেলে এসএসসি পরিক্ষার্থী ভাতিজা মোঃ আকাশ হোসেন (১৭) এগিয়ে আসলে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। সে মাটিতে লুটিয়ে পড়লে শরীরের বিভিন্ন স্থানে মারডাং করে ছেলাফুলা জখম করে। আহতদের আত্মচিৎকারে এলাকাবাসী উদ্ধার করে রসুলশাহাপুর আনুর মোড়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তাদের ভাড়াটিয়া লোকজনসহ অন্যন্যরা পূণরায় আটক করে মারপিট করে সঙ্গে থাকা ডায়াং রানার ৮০ সিসি মোটরসাইকেল ও নগদ সাড়ে ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহতদের পরে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। বিকালে এ রিপোর্ট লেখাকালীন আহতদের পক্ষ হতে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

আপনার জেলার সংবাদ পড়তে