রামুতে গণপিটুনিতে ডাকাত নিহত

এফএনএস (সোয়েব সাঈদ; রামু, কক্সবাজার) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৫, ০৬:৫৭ পিএম
রামুতে গণপিটুনিতে ডাকাত নিহত

কক্সবাজারের রামুতে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু হয়েছে। নিহত আবদুল মন্নান (৩৮) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকার দূধর্ষ ডাকাত মছন আলীর ছেলে। রোববার, ২৯ জুন সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান- সকালে মান্নান ডাকাতের নেতৃত্বে ডাকাতদল ওই এলাকার রশিদের বাড়িতে প্রবেশ করে লুটপাট শুরু করে। এক পর্যায়ে বাঁধা দেয়ায় বাড়ির এক সদস্যকে ছুরিকাঘাত কওে ডাকাত মন্নান। লুটপাট শেষে পালিয়ে যাওয়ার সময় পরিবারের অন্যান্য সদস্যা আর্তচিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে ডাকাত দলের প্রধান মন্নানকে হাতে নাতে ধরে ফেলে। এসময় উত্তেজিত জনতা তাকে বেধম প্রহার শুরু এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ডাকাত মন্নান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, গণপিটুনিতে ডাকাত মন্নানের মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

স্থানীয়রা জানিয়েছেন, মন্নান দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস ও ভীতি ছড়িয়ে রেখেছিল। রাত নামলেই শুরু হতো তার দলবল নিয়ে চুরি, ছিনতাই, গরু চুরি, এমনকি নারীদের উত্যক্ত করার মতো ঘটনাও। থানায় একাধিক মৌখিক অভিযোগ করলেও তার বিরুদ্ধে দৃশ্যত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি বাসিন্দাদের। এখনর তার মৃত্যুতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে