কচুয়াতে ১ মাসে সংগ্রহ করা হবে ১ লক্ষ বীজ

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৫, ০৭:০৫ পিএম
কচুয়াতে ১ মাসে সংগ্রহ করা হবে ১ লক্ষ বীজ

কচুয়াতে ১ মাসে ১ লক্ষ বীজ সংগ্রহ করে নদী ও রাস্তার পারসহ উপজেলার বিভিন্ন জায়গায় বপন করার সিদ্ধান্ত হয়। বিশ্ব পরিবেশ দিবসের আলোচনার উদ্বুদ্ধ হয়ে টিম কচুয়া বাগেরহাট এই বিশেষ উদ্যোগ হাতে নেয়।

 '' আপনার আমার অযত্নে ফেলে দেওয়া বীজ, একদিন হবে ফুল ফল আর অক্সিজেনের আধার"কচুয়া ঝক উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ টিম কচুয়া কে সাথে নিয়ে এই স্লোগানকে সামনে রেখে উদ্বোধন করেন বীজ ব্যাংক। বীজ ব্যাংকের একটি মডেল উপজেলার সামনে স্থাপন করা হলেও এটি ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, টিম কচুয়া আগামী ১ মাসে ১ লাখ ফলের বীজ সংগ্রহ করে রাস্তার পাশে, নদীর ধারে ও কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে বপন করবে। এর মাধ্যমে এক সময় সাধারণ মানুষ,পশু-পাখি ও প্রকৃতি উপকৃত হবে। আমরা পাবো অক্সিজেন এবং আমাদের ভবিষ্যত হবে আরো নিরাপদ ও সবুজ।

তিনি প্রত্যাশা করেন , সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সকল দপ্তর, সাংবাদিক, রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তি সম্মিলিতভাবে এ কার্যক্রম সম্পন্ন করবে । সকলের সহায়তায় এলাকা ভাগ করে ফলের বীজ বপনকারীগন দীর্ঘমেয়াদে দেখভাল নিশ্চিত করবেন।

বিভিন্ন সভা সেমিনার, আলাপ আলোচনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে প্রচারণা শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ এর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাব বা ইউনিয়ন পরিষদ চত্বরে স্থাপিতব্য বীজ ব্যাংকে যে কোন ফলের শুকনো বীজ জমা দিয়ে এই মহতী আয়োজনে সকলকে অংশ নেওয়ার।

আপনার জেলার সংবাদ পড়তে