সুন্দরবনে অবৈধ জাল সহ নৌকা জব্দ

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৫, ০৭:০৭ পিএম
সুন্দরবনে অবৈধ জাল সহ নৌকা জব্দ

সুন্দরবন নলিয়ান স্টেশনের অধিনস্থ পাটকোষ্টা বন ফাঁড়ির বন রক্ষীরা অভিযান চালিয়ে অবৈধ ভেশাল জাল সহ নৌকা জব্দ করেছে। এ সময় ১ টি বিষের বোতল, ২ বস্তা চিংড়ি শুটকি মাছ উদ্ধার করা হয়। শনিবার রাতে পাটকোষ্টা বন টহল ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে 

ঝালিয়ার শতমুখী খাল এলাকা হতে এই নৌকা জব্দ করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত ব্যাক্তিরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন পাটকোষ্টা বন টহল ফাঁড়ির স্টাফ মোঃ আলী হোসেন, জিএম মাহাতাব উদ্দিন ও কাঞ্চন কুমার কৈরী। নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শমসের আলী বলেন, এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ ছাড়া এই ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের চিহৃিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে