কেশবপুরে মাইকেল মধুসূদন দত্তের ১৫২ তম মৃত্যুবার্ষিকী পালিত

এফএনএস (জয়দেব চক্রবর্তী; কেশবপুর, যশোর) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৫, ০৭:১৯ পিএম
কেশবপুরে মাইকেল মধুসূদন দত্তের ১৫২ তম মৃত্যুবার্ষিকী পালিত

মহাকবি মাইকেল মধুসূদন দত্তে'র ১৫২ তম মৃত্যুবার্ষিকী কবি'র জন্মভূমি যশোরের কেশবপুর উপজেলার  সাগরদাঁড়িতে পালিত হয়েছে।উপজেলা শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় এবং মধুসূদন একাডেমির আয়োজনে রোববার কবির প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

মধুসূদন একাডেমীর সভাপতি কবি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন,উপজেলা। মূখ্য আলোচক ড. সন্দীপন মল্লিক।  আলোচনায় অংশ নেন কেশবপুর থানার অফিসার্স (ইনচার্জ) আনোয়ার হোসেন।

লেখক ও সহকারি অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য, কবি ও  সহকারি অধ্যাপক তাপস মজুমদার, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির 

সভাপতি আকরাম হোসেন,কবি হোসাইন  নজরুল হক, প্রভাষক  সৈয়দ এমাদুল হক, মুফতি তাহেরুজ্জামান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন কবি রিয়াজ লিটন।