বালিয়াকান্দিতে ৩ ছাগল হত্যা ও ৪টি গরু চুরি

এফএনএস (জাকির হোসেন; বালিয়াকান্দি, রাজবাড়ি) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৫, ০৭:২৫ পিএম
বালিয়াকান্দিতে ৩ ছাগল হত্যা ও ৪টি গরু চুরি

রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের কোর্চাডাঙ্গী গ্রামে শনিবার (২৮ জুন) দিনগত গভীর রাতে মৃত মকবুল মন্ডলের ছেলে জাহিদ মন্ডলের বাড়ীতে চারটি গরু ও তিনটি ছাগল চুরির ঘটনা ঘটেছে।

চুরি হওয়া তিনটি ছাগলই মৃত অবস্থায় বাড়ীর অদূরে একটি মাঠের মধ্যে পাওয়া গিয়েছে। এর মধ্যে দুইটি ছাগলের ঘাড় ভাঙ্গা এবং একটির গলা কাটায় অবস্থায় পাওয়া যায়। রোবার (২৯ জুন) সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ। 

রোববার (২৯ জুন ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

জাহিদ মন্ডল জানান, শনিবার দিনগত রাতের যে কোন এক সময় তার গোয়াল ঘরের তালা ভেঙে ৪টি গরু ও ৩টি ছাগল চুরি করে নেয় চোরেরা। ফজরের নামাজের পর তার মা গোয়াল ঘরে গিয়ে দেখেন তালা ভাঙা। পরে প্রতিবেশিরা খোঁজ করতে থাকেন । এক পর্যায়ে তারা বাড়ীর পাশের একটি মাঠের মধ্যে ছাগল তিনটিকে মৃত অবস্থায় দেখতে পান। এরমধ্যে দুটি ছাগলের ঘাড় ভাঙা এবং একটির গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। 

নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তিনি ওই ওয়ার্ডেও ইউপি সদস্য কামরুল মোল্লাকে পাঠিয়েছেন। প্রাথমিক ভাবে তিনি ধারণা করছেন এটি শত্রুতামূলক। ভুক্তভোগী জাহিদের ওপর কারো কোন ক্ষোভ থেকে এমন ঘটনা ঘটতে পারে। না হলে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার কথা, মেরে ফেলার কথা না। 

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, এ ঘটনায় জাহিদ বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে