সাবেক ভিপি ডাঃ রাজন

বিএনপিকে আওয়ামী লীগ কখনো নিশ্চিহ্ন করতে পারেনি, পারবে না

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৫, ০৭:৩৪ পিএম
বিএনপিকে আওয়ামী লীগ কখনো নিশ্চিহ্ন করতে পারেনি, পারবে না

বিগত ১৭ বছরে প্রমাণ হয়েছে - বিএনপিকে কখনো নিঃশেষ করা যাবে না। শেখ হাসিনা বুলডোজার চালিয়েও একটা বিএনপি কর্মীকে দল থেকে নিয়ে যেতে পারে নাই। বিএনপিকে আওয়ামী লীগ কখনো নিশ্চিহ্ন করতে পারেনি, পারবে না। কিন্তু বিএনপি যদি ধ্বংস হয়, সেটা হবে ৫ আগস্টের পর বিএনপি'র কিছু নেতাদের কারণে। এরা যা শুরু করেছে, এদের কারণে সারা দেশব্যাপী আজকে বিএনপি'র দুর্নাম হয়েছে। এরা চাঁদাবাজি, দখলদারিত্ব, বয়স্ক ভাতা ও বিধবা ভাতার কার্ড বিক্রি করেছে। যে নেতার কাছে ১০ টাকার কার্ড নিরাপদ না, সে নেতার কাছে নেতৃত্ব নিরাপদ না।

শনিবার সন্ধ্যায় নাটোরের লালপুরে শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে লালপুর উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তারুণ্যের ভূমিকা শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

ডাঃ রাজন বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজদের চেয়ে একজন পতিতার সম্মান বেশি। চাল, ডাল, তেল ও নুনের মত রাজনীতির মাঠে কোন সিন্ডিকেট থাকতে পারবে না। ৫ আগস্ট এর পর প্রশাসন ও রাজনীতিতে কমিশন ভিত্তিক যে সিন্ডিকেট তৈরি হয়েছে তা ধ্বংস করা হবে। আমি লাশ হতে রাজি আছি আমি ইতিহাস হতে রাজি আছি আমি কারো গোলাম কিংবা দাস হতে রাজি নাই।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না থাকলে এই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হতো না। তিনি শুধু মুক্তিযুদ্ধের ঘোষণা দেন নাই, তিনি অস্ত্র হাতে যুদ্ধ করে জীবনকে বাজি রেখে এই দেশকে স্বাধীন করেছেন। ২৪শে জুলাই অভ্যুত্থানে ২ হাজার ছাত্র জনতা জীবন দিয়ে ও প্রায় ৫০ হাজার ছাত্র জনতা রক্ত, চোখ, অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে স্বৈরাচারী হাসিনা থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছে। বিএনপি ক্ষমতায় গেলে কোন মায়ের দুঃখ থাকবে না। কোন সন্তান অর্থাভাবে শিক্ষা ও চিকিৎসা বঞ্চিত হবে না। লালপুর বাগাতিপাড়ায় সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। নির্বাচনের মত নির্বাচন হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন- ইনশাআল্লাহ্।

লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম লুলুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক কালুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, গোপালপুর পৌর বিএনপি সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক আসলাম হোসেন,

লালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এ্যাড: ফিরোজ আহমেদ, যুবদল নেতা শহিদুল ইসলাম, সজীব আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, সদস্য সাকিবুল আলম সুলভ প্রমুখ।

উপস্থিত ছিলেন ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, দুয়ারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন,

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও আব্দুলপুর সরকারি কলেজের সাবেক জিএস আনোয়ার হোসেন আসলাম, সদস্য সচিব মনসুর রহমান।

এছাড়াও সমাবেশে লালপুর উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক নারী-পুরুষের অংশগ্রহণে সমাবেশস্থল কানাই কানাই ভরে উঠে।

আপনার জেলার সংবাদ পড়তে