পাটকেলঘাটায় বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৫, ০৭:৪৮ পিএম
পাটকেলঘাটায় বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত

তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক”এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার পাটকেলঘাটায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 

সরুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে রোববার (২৯ জুন) দুপুর সাড়ে ১২ টায় পাটকেলঘাটা আজিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথি সাবেক এমপি হাবিব এসময় বলেন, দল মত র্নিবিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে।

বয়স ও শ্রেণিপেশা নির্বিশেষে সবাইকে সম্মান করতে হবে। কারও প্রতি এতটুকু অন্যায় আচরণ করা যাবে না। সকলকে আগলে রাখতে হবে।

তিনি আরও বলেন, তালা-কলারোয়ার সিংহভাগ উন্নয়ন বিএনপির আমলেই হয়েছে। তিনি এসময় আগামীতে বিএনপি ক্ষমতায় এলে পাটকেলঘাটাকে উপজেলায় পরিণত করার প্রতিশ্রুতি দেন।

সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রাশিদুল হক রাজুর সভাপতিত্বে কর্মী সভায় আরো বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপি সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক আলী হোসেন, তালা উপজেলা কৃষক দল নেতা ডা. মামুনুর রহমান খান, তালা  উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ  মোস্তফা হোসেন মন্টু, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে