কুড়িগ্রামে খাদ্য বিভাগের ওএমএস ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি

এফএনএস (মাহফুজ খন্দকার; কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৫, ০৮:০৫ পিএম
কুড়িগ্রামে খাদ্য বিভাগের ওএমএস ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি

কুড়িগ্রাম জেলা খাদ্য বিভাগের ওএমএস ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে স্বপ্নকুঁড়ি মিলনায়তনে রবিবার বিকালে ডিলার প্রার্থীদের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক নুসরাত সুলতানা প্রধান অতিথি হিসেবে এ লটারির উদ্বোধন করেন। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-ই-খুদা লটারি পরিচালনা করেন। 

এসময় উপস্থিত ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তর এর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মোঃ মামুনুর রহমান, পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার মোজাফফর আলী, কুড়িগ্রাম পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কাজী হাসিবুল হকসহ খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।

এতে জেলা শহরের ১২টি পয়েন্টে ১২জন ডিলার নিয়োগের জন্য মোট ২৪৭টি আবেদন পড়ে। এরমধ্যে ৪টি আবেদন বাতিল হয়ে যায় বাকি ২৪৩ জনের মধ্য থেকে প্রতি পয়েন্টে ২জন করে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।  নির্বাচিত ১ম জনের কোনো তথ্যের কোনো ধরণের অসঙ্গতি পেলে ২য় জনকে নিয়োগ করা হবে সিদ্ধান্ত হয়।

নির্বাচিতরা হলেন, কলেজমোড় পয়েন্টে ১ম মোঃ শহিদুল ইসলাম, ২য় মোঃ ওয়াজেদ আলী, জাহাজঘর মোড়ে ১ম মোঃ মোকসেদুল গাজী, ২য় মোঃ মাসুদ রানা, হরিকেশ পয়েন্টে ১ম মোঃ আলতাফ হোসেন, ২য় মোছাঃ লাকী বেগম, ডাকুয়াপাড়ায় ১ম মোঃ রোকনুজ্জামান বকসী, ২য় মোঃ লুৎফর রহমান, ত্রিমোহনী বাজার পয়েন্টে ১ম মোঃ মাহবুবুল হক, ২য় মোঃ নুর আলম, ঘোষপাড়া পয়েন্টে ১ম আবু ইউনুস মোঃ ওবায়দুল হক্কানি, ২য় মোঃ আসাদুজ্জামান, বাসস্ট্যান্ড পয়েন্টে ১ম আশরাফ আলী, ২য় রেজাউল একরাম রাজু, ভোকেশনাল মোড় পয়েন্টে ১ম মোঃ সিরাজুল ইসলাম, ২য় মোঃ হাফিজুর রহমান, খেজুরেরতল পয়েন্টে ১ম মোঃ আবুল কালাম আজাদ, ২য় মোঃ ফখরুল হাসান, চৌরাস্তার মোড় পয়েন্টে ১ম মোঃ হুমায়ুন কবির, ২য় মোঃ আইয়ুব আলী, ভোলাকোপা পয়েন্টে ১ম মোঃ বাবলু, ২য় মোঃ এনামুল হক ও গড়েরপাড় পয়েন্টে ১ম মোঃ হাসান জোবায়ের হিমেল এবং ২য় মাহবুবুল হক।

আপনার জেলার সংবাদ পড়তে