ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরীনের সভাপতিত্বে নবগঠিত আইনশৃঙ্খলা কমিটির অনুষ্ঠিত হয়।সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ারের সঞ্চালনায় সভায় নবাগত থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজহারুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসাইন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দিবাকর ভাট,উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুর আরেফিন, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসহাক মিয়া,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছা: চায়না বেগম, পল্লী বিদ্যুেতর ডিজিএম প্রকৌশলী আমজাদ হোসেন,উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান ইকবাল চৌধুরী, ফান্দাউক ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত ফরিদ আহমেদ,দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস মিয়া,উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা সিরাজুল ইসলাম,উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুস সাত্তার, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আসমত আলী,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভূইঁয়া, লুৎফুর নাহার পাপড়ি,পূজা উদযাপন কমিটির প্রতিনিধি প্রিয়তোষ আচার্য্য পিন্টুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আইনশৃংখলা কমিটির নবাগত সসদ্যগণ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারি খাস জমি অবৈধ দখল-উচ্ছেদ,মাদক জুয়া,চুরি,ডাকাতি,বাল্যবিবাহ, যৌতুক,নারী-নির্যাতনসহ জুন মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করা হয় এবং আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব আরোপ করেন ও সিদ্ধান্ত গৃহীত হয়। মাসিক সভায় নবাগত ওসি মো: আজহারুল ইসলাম বলেন,জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা,আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমন করা পুলিশের প্রধান দায়িত্ব । তাছাড়া মাদক ও অপরাধ প্রবণতা বন্ধের পাশাপাশি আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সার্বিক সহযোগিতায় কামনা করেন।