কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় বিনামূল্যে ছাগল পালন কর্মসূচিতে চর উত্তর নলেয়া গ্রামের ১০ জন উপকার ভোগীর মধ্যে মঙ্গলবার বিনামূল্যে ০২টি করে ছাগল বিতরণ করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে শিলখুড়ী ডেভেলপমেন্ট সংস্থা(এসডিএস) ছাগল বিতরণের কাজ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে। এ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসাবে শামসুজ্জামান উপজেলা সমাজ সেবা অফিসার, আবুল হোসেন মহিলা বিষয়ক প্রতিনিধি,আরডিআর এস বাংলাদেশ প্রতিনিধি ও অত্র সংস্থার প্রধান নির্বাহী মোঃ আব্দুল হক সহ অন্যন্য কমিটির সদস্য বৃন্দ। গ্রামের দরিদ্র পরিবারকে স্বাবলম্বী হওয়ার তাগিদে এ কর্মসূচী বিভিন্ন সময় ছাগল বিতরণ করে থাকে।