পিরোজপুর জেলা যুবদলের নব গঠিত ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে জিয়ানগরে এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে জিয়ানগর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম শহিদ-এর সভাপতিত্বে র্যালিটি আয়োজন করা হয়।
র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদল এবং সাবেক ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বক্তারা নব গঠিত কমিটির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদসহ ৫১ সদস্যের কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান। একইসঙ্গে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।
নেতাকর্মীরা বক্তৃতায় বলেন, আগামীতে জিয়ানগর উপজেলা যুবদলের কমিটিতে যেন বিগত আন্দোলন-সংগ্রামে জেল-জুলুম, হামলা-মামলার শিকার ত্যাগী নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি কমিটি গঠনের দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ২৬ জুন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে পিরোজপুর জেলা যুবদলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন এই কমিটির মাধ্যমে জেলার যুবদলের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং আগামি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।