পল্লীবিদ্যুৎ সাব জোনাল অফিস: ৬মাসেও বৈদ্যুতিক খুটি স্থানান্তর করেননি

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ৩০ জুন, ২০২৫, ০৪:১৯ পিএম
পল্লীবিদ্যুৎ সাব জোনাল অফিস: ৬মাসেও বৈদ্যুতিক খুটি স্থানান্তর করেননি

দিনাজপুরের কাহারোল উপজেলার কাহারোল-ফিসারিজ অফিসের পূর্বে রাস্তার দিক্ষন পার্শ্বে এসপিএস ব্রীজ স্কেলের পাশ্বে ড্রেন নির্মানের কাজ চলছে। দীর্ঘদিন থেকে ঠিকাদার ড্রেনের কাজ করছেন কিন্তু ড্রেনের মধ্যেখানে পল্লীবিদ্যুৎতের ২টি খুটি থাকার কারনে প্রায় ২মাস যাবৎ ড্রেনের কাজ বন্ধ রয়েছে। কাহারোল উপজেলা প্রকৌশলী দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ উত্তর গোবিন্দপুর দিনাজপুর এর বরাবরে ২০/০২/২০২৫ইং তারিখে ভাউচার নম্বরঃ ৯৮৫৫০৮-এ ১ লক্ষ ৭০ হাজার ২শত বিরাশি টাকা জমাদেন খুটি অপসরনের জন্য। গতকাল সোমবার পর্যন্ত দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কাহারোল সাব জোনাল অফিস ২টি খুটি উক্ত জায়গা হতে স্থানন্তর করেনি। একাধিক বার খুটি স্থানন্তরের জন্য জোনাল অফিসকে পত্র দিলেও গতকাল সোমবার পর্যন্ত উক্ত স্থান হতে খুটি অপসরন করেননি। এব্যাপারে গতকাল সোমবার দুপুরে এ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, কাহারোল সাব জোনাল অফিসের মোবাইলে যোগাযোগ করা হলে মোঃ আব্দুল মোতালেব প্রতিনিধিকে বলেন, আমরা কাজ করে যাচ্ছি সময় হলে খুটি স্থানন্তর করা হবে। এদিকে খুটি স্থানন্তর না করার কারনে ড্রেন এর স্লাব না থাকায় প্রতিদিন অহরহ দূর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন এলাকার সচেতন মহল।

আপনার জেলার সংবাদ পড়তে