চরভদ্রাসনে জাতীয় প্রবাসী দিবস পালিত

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) :
: | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম : | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৪, ০২:৫৯ এএম
চরভদ্রাসনে জাতীয় প্রবাসী দিবস পালিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় দিবস-২০২৪ খ্রি. পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও অভিবাসী কর্মী উন্নয়ন প্রগ্রাম (ওকাপ) এনজিও’র উদ্যোগে দিবসটি পালিত হয়। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা করেন।  সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নিশাত ফারাবী। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান  সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা ও দিক নির্দেশনামূলক বক্তব্য দেন স্থানীয় ওকাপ এনজিও’র মাঠ কর্মকর্তা মোঃ রেজাউল করিম।  “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গিকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার” এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, চরভদ্রাসন থানার এসআই মোর্শেদুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, বিদেশ ফেরত সাবিনা আক্তার, রেহেনা বেগম, সাইদুল ইসলাম ও শাহনাজ আক্তার প্রমূখ। বক্তারা দেশের প্রতি প্রবাসীদের অবাদানের কথা আলোকপাত করে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে