নিখোঁজের ৩ দিন পর কবরের ভিতর থেকে নারীর মরদেহ উদ্ধার

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ৩০ জুন, ২০২৫, ০৭:০৩ পিএম
নিখোঁজের ৩ দিন পর কবরের ভিতর থেকে নারীর মরদেহ উদ্ধার
ভূরুঙ্গামারীতে নিখোঁজের ৩ দিন পর একটি কবরের ভিতর থেকে সুমি বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বামী পরিত্যক্তা এই নারী জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের গাজিউর রহমান মাস্টারের মেয়ে। সোমবার (৩০ জুন) সকালে ঐ গ্রামে এক নারী লাউ তুলতে গেলে একটি পাকা করা কবরের দেয়ালের ভিতর মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই নারী স্বামী পরিত্যক্তা এবং কিছুটা মানসিক ভারসাম্যহীণ ছিলো। নিহত নারীর গলায় ওড়না পেছানো ছিলো এবং মুখ আঘাতের চিহ্ন রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসে। নিহতের ভাই মঞ্জুরুল ইসলাম বলেন, গত ২৭ জুন বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় তার বোন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিখোঁজের ঘটনাটিকে তারা বেশি গুরুত্ব দেয়নি। আজ তার মরদেহ দেখতে পেয়ে আমরা বাকরুদ্ধ হয়ে গেছি। ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, মরদেহের গলায় ওড়না পেছানো ছিলো। অস্বাভাবিক মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে