পিরোজপুর পৌরসভায় সোয়া ৬৮ কোটি টাকার বাজেট ঘোষনা

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ৩০ জুন, ২০২৫, ০৭:২০ পিএম
পিরোজপুর পৌরসভায় সোয়া ৬৮ কোটি টাকার বাজেট ঘোষনা

‎পিরোজপুর পৌরসভায় ২০২৫-২৬ অর্থ বছরে ৬৮ কোটি ২৪ লাখ ৮৪ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। আজ সোমবার বিকেল ৪ টায় পৌর প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন এ বাজেট পেশ করেন। প্রস্তাবিত এ বাজেট গত বছর অপেক্ষা ৫ কোটি ৪৮ লাখ ১৫ হাজার টাকা কম। পৌরসভা মিলনায়তনে এ বাজেট ঘোষনার সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এবছরের প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৬৬ কোটি ৮ লাখ ৮৪ হাহার টাকা। যার মধ্যে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো প্রকল্প থেকে ১৫ কোটি, উপক’লীয় শহর অবকাঠামো প্রকল্প থেকে ৫ কোটি টাকা, জলবায়ূ ট্রাস্ট ফান্ড থেকে ২ কোটি টাকা, বিএমডিএফ থেকে ২০ লাখ টাকা, আইিইউজিআইপি থেকে ৬ কোটি টাকা, কোভিড -১৯ প্রজেক্ট থেকে ১০ কোটি টাকা এবং উন্নয়ন অনুদান থেকে ৩ কোটি টাকা সম্ভাব্য আয় ধরা হয়েছে।

এ বাজেটে সম্ভাব্য উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৫১ লাখ ২২ হাজার টাকা, সংস্থাপনসহ অন্যান্য ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৮৩ লাখ ১২ হাজার টাকা ও সমাপনী স্থিতি ধরা হয়েছে ১ েেকাটি ৯০ লাখ ৫০ হাজার টাকা। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে গত অর্থ বছরে ১০২ কোটি ৩২ লাখ ২৪ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হলেও পরবর্তীতে তা সংশোধিত হয়ে ৭৩ কোটি ৭২ লাখ ৯৯ হাজার টাকা করা হয়েছিলো। এবারের চেয়ে ৫ কোটি ৪৮ লাখ ১৫ হাজার টাকা কম।

নতুন এ বাজেট পেশের পর উপস্থিত ব্যক্তিবর্গের সামনে পৌর প্রশাসক মো ঃ সাখাওয়াত হোসেন পৌরসভার সকল নাগরিককে বকেয়া পানির বিল ও পৌর কর পরিশোধ করতে এবং ভবিষ্যতে  নিয়মিত পরিশোধ করতে অনুরোধ জানান।

আপনার জেলার সংবাদ পড়তে