গোমস্তাপুরে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৩০ জুন, ২০২৫, ০৭:৫৫ পিএম
গোমস্তাপুরে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। সোমবার সকালে প্রথমে তিনি উপজেলা চত্বরে দেশীয় ফল মেলা, গার্ডেন টিলারের উদ্বোধন, কৃষকদের মধ্যে বিনামূল্য সবজি বীজ ও কৃষি উপকরণ এবং হত দরিদ্রের মধ্যে টেউটিন বিতরণ করেন। পরে তিনি উপজেলা সভাকক্ষে পার্টনার কংগ্রেস কর্মশালায় অংশ নেন। 

উপজেলা কৃষি বিভাগ আয়োজিত প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড ট্রান্সফরমেশনফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওয়াত দিনব্যাপী এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। কৃষির উৎপাদন বৃদ্ধি, উন্নত জাত সম্প্রসারণ, কৃষি পণ্যের সুষ্ঠু বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রান্তিক কৃষকদের মধ্যে তথ্য ও প্রযুক্তি ছড়িয়ে দেয়ায় লক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার  জাকির মুন্সী, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক ও জেসমিন আক্তার লাবনীসহ জুনিয়র মনিটরিং অফিসার ড.জহুরুল ইসলাম। এছাড়া বিকেলে তিনি রহনপুর ও আলিনগর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে