পিরোজপুরের যুবদল কমিটি থেকে ২ যুগ্ম আহবায়কসহ ৩ জনের পদ স্থগিত

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ৩০ জুন, ২০২৫, ০৮:০২ পিএম
পিরোজপুরের যুবদল কমিটি থেকে ২ যুগ্ম আহবায়কসহ ৩ জনের পদ স্থগিত

পিারোজপুর জেলা যুবদলের সদ্য ঘোষিত আহবায়ক কমিটি থেকে দু’জন যুগ্ম আহ্বায়ক ও একজন সদস্যের প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করাসহ দলীয় কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে নব গঠিত জেলা কমিটির ওই তিনজনের দলীয় সকল পদ স্থগিতের নির্দেশ দেওয়া হয়। 

দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ।

দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় কমিটি ২৬ জুন পিরোজপুর জেলা যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করে। ওই কমিটির আহবায়ক কামরুজ্জামান তুষার ও সদস্য সচিব এমদাদুল হক মাসুদ। কমিটিতে ১৩ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। ২৬ জুন নতুন কমিটি ঘোষনার কয়েক ঘন্টার মধ্যে প্রথমে যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল খান এবং ২৯ জুন রাতে যুগ্ম আহবায়ক মো. অলিউল ইসলাম মিলন ও সদস্য মো. আরিফুল হকের বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক দলীয় কয়েকজন কর্মী জানিয়েছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগের সাথে সখ্য থাকায় তাদের কমিটির পদ ও দলীয় প্রাথমিক সদস্য পদ স্থগিতসহ দলীয় কর্মকান্ডে অংশগ্রহনে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়। ওই সূত্র জানিয়েছে এভাবে কমিটি ঘোষণার পরপরই তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সাধারণ কর্মীসহ জেলা কমিটির অনেকের মধ্যেই আতঙ্ক বিরাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে