জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে এনসিপির নেতাকর্মীদের নিয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বললেন, “শহিদ আবু সাঈদের কবরের পাশে এসে আমরা দাঁড়িয়েছি। তার কবরের মাটি ছুঁয়ে আমরা শপথ করছি, যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে, বৈষম্যবিরোধী বাংলাদেশ গঠিত হবে, বাংলাদেশে সামাজিক ন্যায়বিচার সাম্য এবং মানবিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র-জনতার নেতৃত্বে এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে।”
আখতার হোসেন আরও যোগ করে বলেন, “গত বছরের ১৬ জুলাই শহীদ আবু সাঈদ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যৌক্তিক দাবিতে রাস্তায় নিরস্ত্র অবস্থায় কণ্ঠ উঁচু করেছিল, সেই সময়কার স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী পাণ্ডা পুলিশের নির্দেশে, তাদের গুলিতে আবু সাঈদকে শহীদ হতে হয়। ”
আজ আমরা আবু সাঈদের সমাধির পাশে এসেছে দাঁড়িয়েছি। কবর জিয়ারত করেছি। আবু সাঈদের সমাধি এমন এক জায়গা যেখানে থেকে আমরা বাংলাদেশ গঠন করার শক্তি পাই। আবু সাঈদের কবর এমন এক জায়গা যেখানে আমাদের শোকের সমাপ্তি ঘটে। আবু সাঈদের কবর এমন এক জায়গা যেখানে আমরা দ্রোহের শক্তি পাই। আবু সাঈদের কবর এমন এক জায়গা, যেখান থেকে গোটা বাংলাদেশকে আমরা বিনির্মাণ করার সুযোগ পাই, শক্তি পাই-উল্লেখ করেন তিনি।