জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়বই: নাহিদ ইসলাম

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :
| আপডেট: ১ জুলাই, ২০২৫, ০৩:২৭ পিএম | প্রকাশ: ১ জুলাই, ২০২৫, ১২:৪২ পিএম
জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়বই: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের বললেন, “জুলাই শুধু সরকার পতনের আন্দোলন ছিল না, এটা ছিল নতুন বন্দোবস্তের আন্দোলন। জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়বই। আমরা বাংলার প্রতি প্রান্তরে যাবো। সব মানুষকে আবার মাথা তুলে দাঁড়াতে উদ্বুদ্ধ করব।”

এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি মানে দেশ গঠনের জন্য যে উদ্যোগ দরকার তার জন্য এ কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের সঙ্গে কথা বলব। আবু সাঈদের স্বপ্ন, জুলাইয়ের স্বপ্ন- আমরা মানুষের কাছে তুলে ধরব। আবু সাঈদ লড়াইয়ের অনুপ্রেরণা-উল্লেখ করেন এনসিপির আহ্বায়ক।

নাহিদ ইসলাম বলেন, “আবু সাঈদ লড়াইয়ের অনুপ্রেরণা। তার কবরের সামনে দাঁড়িয়েই তিনটি দাবি আবারও করছি। বিচার, সংস্কার ও গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান দিতে হবে।”

আপনার জেলার সংবাদ পড়তে