জয়পুরহাটের কালাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন শীর্ষক জন সম্পৃক্ততা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার আহম্মাদাবাদ ইউনিয়ন বিএনপির আয়োজনে কাথাইল গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। এ সভায় দুপুর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে অবস্থান নেয় জয়পুরহাট-২ আসনের বিএনপি' বিভিন্ন নেতাকর্মীরা। পরে এই জনসভা থেকে জনসমুদ্রে রূপ নেই। সেখানে জিয়া, খালেদা, তারেক ও ডিসি মো. আব্দুল বারী নামে স্রোগানে স্রোগানে মুখরিত হয়ে উঠে ঐ বিদ্যালয় মাঠসহ আশেপাশে।
এই জন সম্পৃক্ততা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জয়পুরহাট-২ আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী সাবেক ডিসি, সাবেক সচিব মো. আব্দুল বারী। উক্ত জন সম্পৃক্ততা সভায়
বিএনপির আহম্মেবাদ ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বজলুর রহমান এর সঞ্চালনায় আহম্মেবাদ ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালাই থানার বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মো. মৌদুদ আলম, মিসেস নাজমা আরা বারী, কেন্দ্রীয় যুবদলের নেতা মেহেদী হাসান, ক্ষেতলাল পৌর বিএনপি’র সভাপতি অধ্যপক মো. আব্দুল আলীম, কালাই উপজেলার কৃষক দলের সাবেক আহবায়ক জিএম বাবলু, ছাত্রদলের কালাই উপজেলার আহবায়ক মো. কাফি, মাত্রাই ইউনিয়ন যুবদলের নেতা ডেন্টিস্ট আতিকুর রহমান তালুকদার, আহম্মেবাদ ইউনিয়ন বিএনপি নেতা মো. সবুজ প্রমুখ।
এসময় জয়পুরহাট-২ আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী সাবেক ডিসি, সাবেক সচিব মো. আব্দুল বারী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা মানে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। তিনি দেশের উন্নয়নের জন্য ৩১ দফা রূপরেখা দেন। বাংলাদেশের মানুষ যদি ৩১ দফা পড়েন তাহলে বুঝতে পারবেন। বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারলে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের প্রকৃত উন্নয়ন ঘটাবেন। সেই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নটি আগামী সাধারণ নির্বাচনের আগেই সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে জয়পুরহাট-২ আসনের দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।