দুর্গাপুরে উন্নয়ন মূলক প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক

এফএনএস (মোবারক হোসেন শিশির; দুর্গাপুর, রাজশাহী) : | প্রকাশ: ১ জুলাই, ২০২৫, ০২:২১ পিএম
দুর্গাপুরে উন্নয়ন মূলক প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক

রাজশাহীর দুর্গাপুর পৌরসভার  উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ সচিব) মো. জাকিউল ইসলাম। 

গত ৩০ জুন সোমবার বিকেলে উপ-পরিচালক (উপ সচিব), স্থানীয় সরকার বিভাগ রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় (ডিডিএলজি) মো. জাকিউল ইসলাম দুর্গাপুর পৌরসভায় এসে পৌঁছালে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন ফুলেল শুভেচ্ছা দিয়ে পৌরসভায় স্বাগত জানান।

এসময় দুর্গাপুর পৌরসভার সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) শাহাবুল হক, কার্যসহকারী শ্রী রতন কুমার সরকার, হিসাব রক্ষক হাবিবুর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সাইদুর রহমান সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় তিনি দুর্গাপুর পৌরসভার বাস্তবায়নে দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে এডিপি প্রকল্পের আওতায় এইচ বিবি, পৌরসভা কার্যালয়ের সন্নিকটে আরসিসি রাস্তা ও ড্রেন নির্মান কাজ পরিদর্শন করে সুন্দর পরিচ্ছন্নভাবে উন্নয়ন মূলক কাজ গুলো বাস্তবায়নে নিরলসভাবে ভূমিকা রাখায় পৌর প্রশাসক, পৌর সহকারী প্রকৌশলী সহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এরপর পূর্বে তিনি উপজেলা পরিষদ এবং পরে পানানগর ইউপি ও জয়নগর ইউপি কার্যালয় পরিদর্শন ও উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন। সে সময় উপজেলা প্রকৌশলী মাসূক-ই মোহাম্মদ মাসুদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আ,ন,ম রাকিবুল ইউসুফ সহ ইউপি সচিব ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে