আজ পহেলা জুলাই, জুলাই গণঅভ্যুানের এক বছর পুর্তি শুরু হচ্ছে আজ, ঠিক এক বছর আগে এই পহেলা জুলাই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বিরোধী গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছিলাম,যে আন্দোলনে আবু সাঈদসহ শরীক হয়েছিল হাজার লক্ষ তরুণ ছাত্র জনতা, আমরা দেখেছি সেই কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলন গণবিস্ফোরনে রুপ নেয়,গণঅভ্যুথানে রুপ নেয় এবং স্বৈরাচারি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটায়,এই পতন ঘটাতে গৃহালোকের ভূমিকা পালন করেছিল আবু সাঈদের মৃত্যু। মঙ্গলবার সকালে আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ১৬ জুলাই শহীদ আবু সাঈদের মৃত্যুর ঘটনা যখন আমরা শহীদ মিনার থেকে শুনতে পেরেছিলাম, পুরো বাংলাদেশ শোকে দ্রোহে কেঁপে উঠেছিল, ১৬ জুলাইয়ের পর থেকে এই আন্দোলন অন্য দিকে মোড় নেয়, হাজারও লক্ষ তরুনরা রাজ পথে নেমে আসে, সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ নতুন বন্দোবস্তে আকাংখা সেটি ঘোষনা করে। আমরা আমাদের সেটি জুলাই পদযাত্রা বলেছি দেশ গড়তে জুলাই পদযাত্রা, আমরা স্বৈরাচারি ফ্যাসিবাদি সরকারের পতন ঘটিয়েছি, আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি, একটা নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার এখন যে আমাদের রাষ্ট্র গঠনের জন্য কাজ করা দরকার সেই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মুলত এই জুলাই পদযাত্রা, যেখানে আমরা সারা বাংলাদেশের মানুষের সাথে কথা বলবো, ৬৪ জেলার মানুষের সাথে আমরা কথা বলবো, তাদের কথা শুনবো, আবু সাঈদরা যে কারনে মারা গিয়েছে সেই স্বপ্ন, সেই আখাংকা আমরা দেশবাসীর কাছে তুলে ধরবো, তাই আজকে আমরা পীরগঞ্জে পবিত্র মাটি থেকে এই পদযাত্রা শুরু করেছি, যেখানে আবু সাঈদ শায়িত রয়েছে। আবু সাঈদ যেভাবে পুলিশের বুলেটের সামনে বুক চেতিয়ে দাড়িয়েছিল, এই জুলাই গণঅভ্যুথানে আমাদের প্রেরণা ছিল, এখন আবু সাঈদের মতো অন্য সকল শহীদেরা আমাদের যে লড়াই ফ্যাসিবাদ ব্যবস্থা বিলুপের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সে লড়াইয়ের অনুপ্রেরনা যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধসহ সকল শহীদদের এবং আহত যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি বলেন, আমাদের যেই দাবি ছিল বিচার, সংস্কার এবং নুতন সংবিধানসেই ৩টি দাবি আজকে আবু সাঈদের কবর থেকে পুণব্যক্ত করছি,একটি নতুন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নুতন সংবিধানের দিকে যেতে হবে। যে জুলাই ঘোষনা পত্র যে জুলাই সনদ নিয়ে যে টালবাহনা শুরু হয়েছে। আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই যদি আপনারা মনে করে থাকেন যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে এই যে হাজারও লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আবু সাঈদের কবর থেকে ঘোষনা করছি আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাবো, আমরা বাংলার তরুন ছাত্র শ্রমিকদের আবারও রাজপথে নামতে আহবান জানাবো। ৩রা আগষ্ট বাংলাদেশের ছাত্র, শ্রমিক জনতাকে নিয়ে ঢাকায় ঢুকবো, আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এর আগে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নেতৃবৃন্দ। জাতীয় নাগরিক পার্টি -এনসিপি’র দেশ গড়তে জুলাই পদযাত্রার প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনে মঙ্গলবার সকালে পীরগঞ্জের প্রত্যন্ত জনপদ বাবনপুরে পৌঁছান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সকাল সাড়ে ১০টায় আবু সাঈদের পিতা মকবুল হোসেনসহ স্বজনদের সাথে নিয়ে কবর জিয়ারতের পর পরিবারের সাথে কুশলাদি বিনিময় করেন। পরে তারা উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ন সদস্য সচিব ডাঃ তাসনিম জারা, মুখ্য সমস্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।