মৌলভীবাজারের রাজনগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল আমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড, মো: মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার জেলার উপ-পরিচালক জালাল উদ্দীন প্রধান, রাজনগর অফিসের অতিরিক্ত কৃষি অফিসার এনামুল হক, কৃষি সম্প্রসারণ অফিসার জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাজু পাল, উপজেলা পল্লি উন্নয়ন অফিসার গোলাম রাব্বানী খান সহ এনজিও প্রতিনিধি, সাংবাদিক, কৃষক-কৃষানীবৃন্দ। পরে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা।