ফেঞ্চুগঞ্জে ব্যবসায়ী ও নির্মাণ শ্রমিকদের নিয়ে কেএসআরএম'র সভা

এফএনএস (মোঃ দেলোয়ার হোসেন পাপ্পু; ফেঞ্চুগঞ্জ, সিলেট) : | প্রকাশ: ১ জুলাই, ২০২৫, ০৩:৩২ পিএম
ফেঞ্চুগঞ্জে ব্যবসায়ী ও নির্মাণ শ্রমিকদের নিয়ে কেএসআরএম'র সভা

সিলেটের ফেঞ্চুগঞ্জে ব্যবসায়ী ও নির্মাণ শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভা করেছে কেএসআরএম। গত রোববার রাত ৮টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় কেএসআরএম'র পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, কেএসআরএম'র এজিএম মোজাম্মেল হক চৌধুরী, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম চৌধুরী, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম, ডিলার মেসার্স এম.এ সাত্তার এন্ড কোং এর জুয়েল আহমদ, রিটেইলার অনিম ট্রেডার্সের আবির আহমদ, দেব ট্রেডার্স এর গৌতম দেব। 

অন্যান্যদের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিনিয়র অফিসার হিতাংশু তালুকদার, এসিস্ট্যান্ট ম্যানেজার সিরাজুল ইসলাম, টিকাদার জুনু মিয়া, তাহের মিয়া, তারেক মিয়া, রাকিন ট্রেডার্স ও সালাউদ্দিন ট্রেডার্স এর প্রতিনিধিরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সিনিয়র অফিসার মিজানুল ইসলাম।  র‍্যাফেল ড্র ও নৈশ্যভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আপনার জেলার সংবাদ পড়তে