বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পিরোজপুর জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট পুনাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করায় কাউখালী উপজেলা যুবদল মঙ্গলবার (১ জুলাই) সকালে উত্তর বাজারের দলীয় কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি আনন্দ মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ বাজার শহীদ মিনার এসে সমাপ্ত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, সদস্য সচিব সারিফুল আজম সোহেল, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, যুবদল নেতা নাঈম হাসান সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।