পিরোজপুরের কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে বেল, নিম , কাঁঠাল ও জাম গাছের চারা বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বর থেকে বিভিন্ন পর্যায়ের প্রতি মেধাবী শিক্ষার্থীদের মাঝে চারটি করে মোট ৩ হাজার ৩০০ চারা বিতরণ করা হয়।
২০২৪-২৫ অর্থবছরের প্রনোদনা কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে ঔষধি গাছের আবাদ ও দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিম, বেল, কাঁঠাল ও জাম চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নজরুল ইসলাম, উপসহকারী কৃষি সাকায়েত হোসেন তুহিন, সৈয়দ ফাহিম হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। উল্লেখ্য উপজেলার ৬টি মাদ্রাসা, ১৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে চারা বিতরণ করা হয়।