গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যান চালক নিহত

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১ জুলাই, ২০২৫, ০৩:৫৪ পিএম
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যান চালক নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভিটিকান্দী ও বাউশিয়া এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক রনি মিয়া (২৮) নিহত হয়েছেন। আহত হন অপর কাভার্ডভ্যান ও পিক-আপের চালক ও সহকারীসহ ৫ জন । আহতদের মধ্যে বিল্লাল মিয়া (৩৫), কামাল (৪৫), কামরুল (২৯), সাগর (৩৮) ও নূর আলম (৩৫) গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্েেল্ক্স চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, সোমবার রাত ১২ টার দিকে মহাসড়কের ভিটিকান্দী জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাশে কুমিল্লা অভিমুখী লেনে দুটি কাভার্ডভ্যান ও একটি পিক-আপের সাথে সংঘর্ষ সংঘটিত হলে একটি পিক-আপের চালক রনি মিয়া (২৮) ঘটনাস্থলে নিহত হয়।

পরবর্তীতে ভোর রাত সাড়ে ৩টার দিকে পৃথক সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বাউশিয়া এলাকায় হাসান রাবার কারখানার সন্নিকটে মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে কাভার্ড ভ্যান ও ট্রাকের মধ্যে।

পুলিশ, ফায়ার সার্ভিস, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের গজারিয়া উপজেলা অংশে পৃথক সড়ক দুর্ঘটনার কারনে রাত ১২ হতে ভোর প্রায় ৫টা পর্যন্ত থেমে থেমে যানজট অব্যহত ছিল। ভোর ৫টার দিকে দুর্ঘটনা কবলিত যানবাহন মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ শওকত হোসেন জানান, দুর্ঘটনা কবলিত যানবাহন পুলিশ হেফাজতে রয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে