বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে জামায়াতে ইসলামীর কার্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে যোগ দিয়ে বললেন, “আগামী নির্বাচনে কারা ক্ষমতায় যাবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। তবে নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং লেভেল প্লেয়িং ফিল্ডে না হলে বাংলাদেশকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।”
নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “সংস্কার ছাড়া কোনো নির্বাচন জনগণ ও জামায়াত গ্রহণ করবে না। মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছে একসঙ্গে সংস্কার বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।”
জামায়াতের নায়েবে আমির বলেন, ‘সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়ায় কেউ কেউ জুলাইয়ের সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। তবে আমাদের দৃষ্টিতে এটি ছিল এক মহান অর্জন, একটি স্বৈরাচারী সরকারকে বিদায় জানানো এবং মানুষকে মুক্ত করা। জুলাই ব্যর্থ হয়েছে এ কথা বলার সময় এখনো আসেনি।’
তিনি বলেন, ‘জুলাই বিপ্লব এমন এক ঐক্য তৈরি করেছে, যেখানে ভিন্ন আদর্শের দলগুলোও এক মঞ্চে এসেছে। জনগণ এখন অনেক বেশি সচেতন। স্বৈরাচারী মানসিকতা এখনো শেষ হয়ে যায়নি, তবে জনগণের ভোটের মাধ্যমে সেই শক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা হবে।’
পিআর সিস্টেমে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘পিআর সিস্টেমে নির্বাচনের বিষয়ে দুটি দল বাদে বাকি সব দলই ঐকমত্যে পৌঁছেছে।’