কাহারোলে পানির অভাবে আমন ধান লাগাতে পারছেনা কৃষক

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১ জুলাই, ২০২৫, ০৫:০৯ পিএম
কাহারোলে পানির অভাবে আমন ধান লাগাতে পারছেনা কৃষক

দিনাজপুরের কাহারোল উপজেলায় আমন ধান আবাদের জন্য ৭৫০ হেক্টর বীজতলা প্রস্তুুত করেছেন উপজেলার কৃষকেরা। পানির অভাবে আগাম জাতের আমন ধান লাগাতে পারছেনা উপজেলার কৃষকেরা। গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে শ্যালো মেশিনের পানি দিয়ে আগাম জাতের আমন ধান লাগাচ্ছেন কৃষকেরা। 

উপজেলার বলরামপুর গ্রামের কৃষক মোঃ শরিফুল ইসলাম বলেন, আগাম জাতের আমন ধান চাষ করে আগাম জাতের আলু আবাদ করা হয়। আলু উত্তোলন করার পর সেই জমিতে আবার ভূট্রা চাষ করা হয়। কিন্তু দীর্ঘ দিন থেকে বৃষ্টি না থাকার কারনে শ্যালো মেশিনের পানি দিয়ে আমন ধান লাগাতে হচ্ছে। একই গ্রামের কৃষক মোঃ অমর আলী বলেন, প্রতি বছর আগাম জাতের ধান এক একর মাটিতে চাষ করা হয়। ধান কাটার পর সেই জমিতে আলু আবাদ করা হয়। আলু উত্তোলনের পর সেই জমিতে ভূট্রা চাষ করা হয়। বৃষ্টি না থাকার কারনে আগাম জাতের ধান লাগাতে শ্যালো মেশিন ব্যবহার করা হচ্ছে। তাতে করে আমন উৎপাদনের খরচ কিছুটা বেড়ে যাবে। 

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি আমন মৌসমে উপজেলায় ৬টি ইউনিয়নে ১৫ হাজার ৩শত ৪০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। 

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষি বিদ মল্লিকা রানী সেহানবীশ বলেন, আগাম জাতের ধান রোপনের সময় হয়েছে। বৃষ্টি না থাকার কারনে কৃষকেরা বিকল্প হিসেবে শ্যালোমেশিন ও গভীর নলকূপ এর পানি দিয়ে কিছু কিছু কৃষক আমন ধান লাগাচ্ছেন।

আপনার জেলার সংবাদ পড়তে