খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ ২৬ জুলাই

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ১ জুলাই, ২০২৫, ০৫:৪২ পিএম
খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ ২৬ জুলাই

খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে (বাবড়ি চত্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুলাই। সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বাংলাদেশকে ভবিষ্যৎ স্বৈরাতন্ত্রের কবল থেকে রক্ষা করার জন্য রাষ্ট্রের মৌলিক সংস্কার করা, পতিত ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচার দ্রুততার সাথে নিশ্চিত করা এবং পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সোমবার (৩০ জুন) বিকেল ৫ টায় সমাবেশ বাস্তবায়নে দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা শাখার যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান এবং পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন।

যৌথ সভায় উপস্থিত ছিলেন দলের খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, শেখ হাসান ওবায়দুল করিম, হাফেজ আব্দুল লতিফ, মাওলানা আবু সাঈদ, মো. ইমরান হোসেন মিয়া, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা মো. সাইফুল ইসলাম, মো. তরিকুল ইসলাম কাবির, গাজী মিজানুর রহমান, মেহেদী হাসান সৈকত, মো. এনামুল হাসান সাইদ, আবুল কালাম আজাদ , মো. পলাশ শিকদার, মোহাম্মদ রফিকুল ইসলাম, মো. হাবিবুল্লাহ, শেখ মো. খাইরুল মোল্লা, মো. তাওহিদুল ইসলাম, আব্দুল কুদ্দুস, মোল্লা রবিউল ইসলাম তুষার, মো. মনজুরুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. ফারহাদ মোল্লা, মো. আব্দুর রশিদ, মো. বাদশা খান, বন্দ মোহাম্মদ সরোয়ার হোসাইন ও মো. মেহেদী হাসান মুন্না প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে