নাজিরপুরে কৃষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে চারা বিতরণ

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) : | প্রকাশ: ১ জুলাই, ২০২৫, ০৫:৪৭ পিএম
নাজিরপুরে কৃষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে চারা বিতরণ

পিরোজপুরের নাজিরপুরে কৃষি অধিদপ্তর কৃষকদের, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্ষা মৌসুমে ফলজ, বনজ ও সবজি চারা বিতরণ কার্যক্রম ৩০ জুন আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন করেছে। অফিস সূত্রমতে- উপজেলায় ৩ শত ৩০ জন কৃষকের মাঝে প্রতিজনকে ৫ কেজি করে আমনের বীজ ও ১০ কেজি সার, ২'শ জন কৃষকে সবজির বীজ তার মধ্যে রয়েছে পুঁইশাক, কলমীশাখ, চালকুমড়া, লাউ ও কুমড়া বীজের প্যাকেট প্রতিজনকে পাঁচ প্যাকেট করে বীজ ও ১০ কেজি সার এবং ৪'শত ৮০ জন কৃষককে ৫টি করে নারিকেল ও ১টি করে আমের চারা বিতরন করেন। 

এছাড়া ১৬ টি প্রাথমিক ও ১৪ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ হাজার ৪'শত ছাত্র-ছাত্রীদের মাঝে ৫ হাজার ৬ শত ফলজ চারা বিতরনের কাজ সম্পন্ন হয়েছে। এ চারা গুলি ২৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বিতরণের সময় কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা ঐশী উপস্থিত থেকে বিতরণ করেন। 

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাহফুজুর রহমান বলেন- প্রত্যেক ছাত্র- ছাত্রীকে ১টি নিম, ১টি বেল, ১টি জাম ও ১টি কাঁঠাল চারা দেওয়া  হয়েছে । তিনি বলেন- এ অর্থ বছরের শেষ- ৩০ জুন চারা বিতরণের কাজ সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে । তবে কিছু তালের চারা যা পরবর্তীতে বিতরণ করা হবে । বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠানের ছোট- ছোট ছাত্র-ছাত্রীরা এ চারা পেয়ে মহাখুশি।