বরিশালে ট্রাক চাঁপায় নারী নিহত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:০১ এএম
বরিশালে ট্রাক চাঁপায় নারী নিহত

নগরীর নথুল্লাবাদ বাসষ্ট্যান্ডে বুধবার দুপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পরে বেপরোয়াগতির ট্রাকের চাঁপায় মাসুমা রহমান (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত মাসুমা কাশিপুর ইউনিয়নের কলস গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী। তথ্যের সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি মো. জাকির সিকদার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, একটি দ্রুতগতির ইজিবাইক মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী মাসুমা রহমান ছিটকে পরে। এসময় বেপরোয়াগতির একটি ট্রাকের নিচে চাঁপা পরে ঘটনাস্থলেই মাসুমা নিহত হন। ওসি আরও জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে