মিশরে ত্রিশালের শিক্ষার্থী মারুফের গৌরবময় অর্জন

এফএনএস (ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ১ জুলাই, ২০২৫, ০৫:৫৯ পিএম
মিশরে ত্রিশালের শিক্ষার্থী মারুফের গৌরবময় অর্জন

মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হলো আল-আজহার ইসলামিক রিসার্চ একাডেমির আয়োজিত আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘সাকাফাতু বিলাদি’। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীরা নজরকাড়া সাফল্য অর্জন করেছেন। এর মধ্যে প্রথম স্থান অর্জন করে দেশকে গর্বিত করেছেন ময়মনসিংহের ত্রিশালের শিক্ষার্থী মুহাম্মদ মারুফ।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের জন্য মুহাম্মদ মারুফ পুরস্কার হিসেবে পেয়েছেন ২৫ হাজার মিশরীয় পাউন্ড। এছাড়াও ঢাকার মোর্তজা হাসান ও ইনজামুল হক রাফি চতুর্থ স্থান অর্জন করে পেয়েছেন ৭ হাজার পাউন্ড করে। পঞ্চম স্থান অধিকার করেন মোহাম্মদ শাব্বীর আহমদ গোফরান ও মাসুম বিল্লাহ গুলজার, যাঁদের পুরস্কার মূল্য ৫ হাজার পাউন্ড।

ভাষাগত দক্ষতা, সংস্কৃতি, অঙ্কন এবং প্রযুক্তি-নির্ভর চিন্তা উপস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের মেধার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দ্বৈত দলে ভাগ করে একজন মিশরীয় এবং একজন বিদেশি শিক্ষার্থীকে নিয়ে প্রতিযোগিতা পরিচালিত হয়। তথ্য বিশ্লেষণ, ঐতিহ্যবাহী উপস্থাপনা ও পর্যটন সংক্রান্ত ভাবনা ছিল প্রতিযোগিতার মূল বিষয়বস্তু।

আল-আজহার ইসলামিক রিসার্চ সেন্টারের উপ-মহাসচিব ড. ইলহাম শাহিন জানান, বিভিন্ন স্থানাধিকারীদের মাঝে সর্বমোট তিন লাখ ৭০ হাজার মিশরীয় পাউন্ড পুরস্কার হিসেবে বিতরণ করা হয়। বিচারক হিসেবে ছিলেন আন্তর্জাতিক মানের শিক্ষাবিদ, ভাষাবিদ, প্রযুক্তিবিদ ও সাংস্কৃতিক অঙ্গনের বিশেষজ্ঞরা।

মুহাম্মদ মারুফ ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের আলহাজ্ব সোলায়মান শেখ-এর ছেলে। তাঁর পিতা একজন পরিচিত ব্যবসায়ী। মারুফের এ সাফল্যে তাঁর পরিবার ও ত্রিশালবাসী গভীর আনন্দ প্রকাশ করেছেন।

তাঁর বড় ভাই সাজ্জাত হোসেন সোহাগ বলেন, “মারুফের এ অর্জনে আমরা পরিবারের পক্ষ থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সকলের কাছে তাঁর জন্য দোয়া কামনা করছি, যেন ভবিষ্যতেও দেশের মুখ উজ্জ্বল করতে পারে।”

বাংলাদেশি শিক্ষার্থীদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিভা, মেধা ও সাংস্কৃতিক পরিচয়ের এক উজ্জ্বল প্রতিচ্ছবি।

আপনার জেলার সংবাদ পড়তে