সৈয়দপুরে শিক্ষিকার বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১ জুলাই, ২০২৫, ০৬:২৮ পিএম
সৈয়দপুরে শিক্ষিকার বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে একটি ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তুলশীরাম স্কুলের সহকারী শিক্ষিকা রোহীলা পারভিনের বাসা থেকে শামসুন্নাহার (৬৫) নামের এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত্যু শামসুন্নাহারের বাসা শহরের অদুরে ঢেলাপীর ডাঙ্গাপাড়ায়। শামসুন্নাহার তুলশীরাম স্কুলের সহকারী শিক্ষিকার বাসায় গুহকর্মী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১জুলাই মঙ্গলবার দুপুরে শামসুন্নাহারকে গুরুতরভাবে আঘাতপ্রপ্ত ও মৃত্যু অবস্থায় পাওয়া যায়।

ঘটনার সময় ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে এবং সোনাদানা ও মূল্যবান সামগ্রী চুরি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। পুরো ঘরে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটি ছিল অত্যন্ত নিষ্ঠুর ও পরিকল্পিত। 

খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বাড়ি ঘিরে তদন্ত শুরু করে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম 

উদ্দিন বলেন,ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রাথমিকভাবে এটি চুরি-সংক্রান্ত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে