বিরলে ৩ দিন (৩০ জুন-২ জুলাই) ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভীঢ় লক্ষ্য করা গেছে। মেলায় উচ্চমূল্য সবজি প্রদর্শন, উচ্চমূল্য ফল প্রদর্শন, মডেল কৃষি বাড়ি,ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা প্রযুক্তি, জৈব বালাইনাশক প্রদর্শন, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, বস্তায়/পুকুর পাড়ে/রাস্তার ধারে সবজি চাষ, নিরাপদ ফসল উৎপাদন, কৃষিতে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত প্রদর্শনীর স্টল বসানো হয়েছে। দর্শনার্থীরা এসব স্টলে এসে বিভিন্ন প্রদর্শনী বিষয়ে জ্ঞান অর্জন করছেন এবং উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তবৃন্দ সার্বক্ষণিক উপস্থিত থেকে বিস্তারিত তুলে ধরছেন। এ প্রদর্শনীর মাধ্যমে উপজেলায় কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যাপক বিস্তার ঘটবে এমনটিই আশাবাদ ব্যক্ত করেছেন কৃষি কর্মকর্তাবৃন্দ। ১ জুলাই বুধবার মেলার সমাপণী করা হবে।