সারিয়াকান্দিতে যমুনায় ব্যপক ভাঙ্গনে আবাদি জমি ও স্পার নদী গর্ভে

এফএনএস (ইমরান হোসাইন রুবেল; সারিয়াকান্দি, বগুড়া) : | প্রকাশ: ১ জুলাই, ২০২৫, ০৭:০০ পিএম
সারিয়াকান্দিতে যমুনায় ব্যপক ভাঙ্গনে আবাদি জমি ও স্পার নদী গর্ভে

 বগুড়ার সারিয়াকান্দিতে ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে যমুনার পানি বৃদ্ধি অব্যহত আছে। সে সাথে শুরু হয়েছে নদীর ডান তীরে ভয়াবহ ভাঙ্গন। এ পর্যন্ত প্রায় ৩‘শ বিঘা আবাদি জমি, বসত ভিটা ও নদীর তীর সংরক্ষন কাজের স্পার যমুনাগর্ভে ধ্বসে গেছে। স্থানীয় বাসিন্দারা ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, গত ৭ দিনে যমুনায় ব্যপক পানি বৃদ্ধি পয়েছে। তবে এখনও বিপদ সীমার ১.৫০ পয়েন্ট মিটার নিচে আছে। পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙ্গন। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে এ ভাঙ্গনে কামালপুর ইউনিয়নরে গোদাখালী ও ইছামারা গ্রামের প্রায় ৩‘শ বিঘা আবাদি জমি নদীর গর্ভে বিলীন হয়েছে। এসব জমিতে আউশ ধান, পাট, কাউন,চিনা বাদাম, বেগুন ও ভুট্টার ফসল সহ আবাদি জমি যমুনা নদী গর্ভে চলে গেছে। স্থানীয় গোদাখালী গ্রামের কবির হোসেন (৩৫), মোয়াজ্জেম (৩৮) ও মিলন (৪০) বলেন, এই ভাঙ্গনে আমাদের সর্বনাশ হয়েছে। ফসল করার মতো জমি আর থাকলো না। ছোখের সামনে এই ভাবে জমি-জমা নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় আমারা এখন দিশেহারা হয়ে পরেছি। কেমনে সংসার চালাবো তা ভেবে কুল-কিনারা পাচ্ছি না। সারিয়াকান্দিস্থ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) হুমায়ুন কবির বলেন, ৩‘শ মিটার ধ্বসে গেছে। সেখানে আমাদের প্রধান প্রকৌশলী গতকাল ভাঙ্গন করলিত এলাকা পরিদর্শন করেছেন। এখন সেখানে বালু ভর্তি জিও ব্যাগ দিয়ে জরুরী ভিত্তিকে কিছু কাজ করবো। আগামীতে ভাঙ্গন প্রতিরোধের জন্য সিসি ব্লক দিয়ে ভাঙ্গন করলিত এলাকায় কাজ করার আশা করছি।

আপনার জেলার সংবাদ পড়তে