দৌলতপুরে কৃষকের জোরপূর্বক জমি দখলের চেষ্টা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:০৭ এএম
দৌলতপুরে কৃষকের জোরপূর্বক জমি দখলের চেষ্টা

কুষ্টিয়ার দৌলতপুর থানার বাগোয়ান গ্রামের কৃষক আবুল হাসেম এর বেশ কয়েক টি নিম গাছ যার মূল্য প্রায় ২০/৩০ হাজার টাকা এবং প্রাগপুর মৌজার আর এস ৩৩০০ খতিয়ানে ২৬২ দাগে ৩৭ শতকের ২১ শতক জমি দলিল মূল্য খরিদ করা সত্বেও তার দখলিয় জমি গাছ পালা সহ পূর্ব শত্রুতার জের ধরে আ: রহমান, মো: আরিফ হোসেন, মো: সাব্বির হোসেন,সর্ব  সাং ডাংমড়কা সেন্টার পাড়া জোর পূর্বক দখল করা চেষ্টা চালিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে এবং ইতিমধে ঐ জমিতে থাকা বেশ কয়েকটি নিম গাছ কেটে নেয় বলে প্রকৃত মালিক মোঃ আবুল হাসিম অভিযোগ করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে।

আপনার জেলার সংবাদ পড়তে