দিঘলিয়ায় জামায়াতে ইসলামী

জুলাই আন্দোলনে শহিদ ও আহতদের উদ্দেশ্যে আলোচনা সভা ও দোয়া

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২ জুলাই, ২০২৫, ১২:৪৬ পিএম
জুলাই আন্দোলনে শহিদ ও আহতদের উদ্দেশ্যে আলোচনা সভা ও দোয়া

দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্র ঘোষিত জুলাই শহিদ ও আহতদের উদ্দেশ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১ জুলাই) মাগরিব বাদ উপজেলা মোড় মসজিদে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের উদ্দেশ্যে বংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদীর সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ বদিউজ্জামান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম, সাইফুল্লাহ মানসুর, মুরাদুর রহমান, মোল্যা খলিলুর রহমান। আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা, দিঘলিয়া সদর ইউনিয়নের নেতা-কর্মীবৃন্দ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আওয়ামী ফ্যাসীবাদী সরকার এদেশের মানুষের সব অধিকার হরণ করে নিয়েছিল। মানুষের বাক স্বাধীনতা ছিল না। আমরা এখানে বসে যে কথা বলছি সে কথা বলারও অধিকার ছিল না। জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী শহীদ ও আহতদের আত্নত্যাগ ধারণ করে আমাদের মাঠে ময়দানে কাজ করতে হবে। আমাদের দেশের মুক্তিকামী ছেলেরা আমাদের যে বিপ্লব এনে দিয়েছে তা আর কোন ফ্যাসিস্টের কাছে তুলে দেওয়া যাবেনা। তাই আগামীর বাংলাদেশে কুরআনের রাজ কায়েমে সবাইকে এগিয়ে আসতে হবে। যাতে এ বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদীর জন্ম নিতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে