বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় ৪ নেতা নাহিদ ইসলাম, আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ আজ ২ জুলাই বিকেল ৫ টায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাংগঠনিক সফরে আসছেন।
তারা তাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ব্যানারে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার শপথে পথসভায় বক্তব্য রাখবেন। ফুলবাড়ী সদরের কাচারী মাঠে এই পথসভার আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা সমন্বয় কমিটি।
এনসিপি’র ফুলবাড়ী উপজেলার প্রধান সমন্বয়ক নাজমুল ফেদৌস লাভলু এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি এ সময় বলেন, এনসিপির কেন্দ্রীয় নেতৃবর্গের এই পথসভা সফল করতে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি।
জানা গেছে, ্জুলাই পদযাত্রা কর্মসূচী উপলক্ষে এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহসহ এসসিপির কেন্দ্রীয় নেতারা কুড়িগ্রামে অবস্থান করছেন।
কুড়িগ্রামের বিভিন্ন স্থানে পদযাত্রার কর্মসূচী পালন শেষে বিকেল ৫ টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতৃবর্গ ফুলবাড়ীতে পথসভায় বক্তব্য রাখেন। উল্লেখ্য যে, ফুলবাড়ী উপজেলাটি কুড়িগ্রাম-২ আসনের এলাকা হওয়ায় এ আসনে এনসিপির সংসদীয় পদপ্রার্থী ডক্টর আতিক মুজাহিদকে প্রার্থী হিসেবে পরিচয় করে দিতে পারে এনসিপির কেন্দ্রীয় নেতারা।