আনোয়ার সিদ্দিক চৌধুরী সভাপতি হওয়ায় প্রতিষ্ঠানের অভিনন্দন অব্যাহত

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ২ জুলাই, ২০২৫, ০১:০০ পিএম
আনোয়ার সিদ্দিক চৌধুরী সভাপতি হওয়ায় প্রতিষ্ঠানের অভিনন্দন অব্যাহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঐতিহ্যবাহী বাড়বকুণ্ড স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আনোয়ার সিদ্দিক চৌধুরী। সভাপতি নির্বাচিত হওয়ায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন অব্যাহত রয়েছে। তাছাড়াও  বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ আনোয়ার  সিদ্দিক চৌধুরীকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক ঐতিহ্যবাহী বাড়বকুণ্ড স্কুল ও কলেজের সম্প্রতি এডহক কমিটির সভাপতি নির্বাচিত করায় শুভকামনা সহ অভিনন্দন জানিয়েছেন বাড়বকুণ্ড স্কুলে শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ, সীতাকুণ্ড এম এ কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ, সীতাকুণ্ড য্বুইদিয়া মহিলা মাদ্রাসা কর্তৃপক্ষ, ফৌজদারহাট পাবলিক স্কুল এন্ড কলেজ, ভাটিয়ারী টিএসসি  উচ্চ বিদ্যালয় এর সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো: মহিউদ্দিন, তুলাতুলি ছাবিদ- নাসিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল-হেরা ইসলামীক একাডেমী,আল আকসা ইসলামিক একাডেমী, ফৌজদারহাট নর্থ সিটি স্কুল, মাদাম বিবিরহাট শাহাজান উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নব নির্বাচিত সভাপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।  সীতাকুণ্ড ফ্রেন্ডস ফাউন্ডেশনের পক্ষে, অধ্যক্ষ মুহম্মদ ফরহাদ হুসাইন, মোঃ মহিউদ্দিন চৌধুরী, কুতুব উদ্দিন শিবলী, মো: আব্দুস সালাম, মো: মনির উদ্দিন, মোহাম্মদ রেজাউর রহমান রাজু, মাস্টার শাহ রুবেল, মাস্টার আলী আকবর, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ মোশারফ হোসেন মৃধা, মোহাম্মদ জমির উদ্দিন, মোঃ সেলিম জাহেদী, মাস্টার জাহিদ সহ এলাকার নেতৃবৃন্দরা আশা প্রকাশ করেন, বাড়বকুণ্ড স্কুল এন্ড কলেজের ঐতিহ্য ফিরিয়ে আনতে ও শিক্ষার গুণগত মান উন্নয়নে  এডহক কমিটির সভাপতি আনোয়ার সিদ্দিক চৌধুরী  গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

আপনার জেলার সংবাদ পড়তে