টংগিবাড়ীতে খাল উদ্ধারের দাবীতে মানব বন্ধন

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) : | প্রকাশ: ২ জুলাই, ২০২৫, ০৩:৫৯ পিএম
টংগিবাড়ীতে খাল উদ্ধারের দাবীতে মানব বন্ধন

 মুন্সীগঞ্জে মাটি , পানি ও পরিবেশ রক্ষায় সরকারি খাল উদ্ধারের দাবীতে টংগিবাড়ী খালরক্ষা পরিষদ মানব বন্ধন ও স্বারক লিপি প্রদান করেছে।

আজ বুধবার সকার ১১ টায় টংগিবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। টংগিবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার জনগণ মানব বন্ধন কর্মসূচীতে অংশ গ্রহন করে।অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ , খাল পুনঃ খনন , খালের তীর পরিস্কার পরিচ্ছন্ন রাখা ,দখল দূষন রোধে প্রশাসনিক নজরদারী রাখা , স্থানীয় জনগনকে নিয়ে খাল রক্ষা কমিটি গঠন করা দাবী সম্বলিত একটি স্বারক লিপি  টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে  প্রদান করা হয় ।টংগিবাড়ী খালরক্ষা পরিষদ থেকে পদ্মা নদীর সাথে সংযোগকারী কলমা , ভরাকর , মারৈর বালিগাও আড়িয়ল খালগুলো পুনরুদ্ধার করে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবী জানানো হয় । খালগুলো দখলে এবং দুষণে ফসল আবাদে ক্ষতিকর প্রভাব পরছে।বর্ষার পানি সরতে না পারায় জলবদ্ধতায়  এ এলাকায় তিন ফসল চাষ করা যাচ্ছে না।

আপনার জেলার সংবাদ পড়তে